নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় প্রখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীর ৬৬ তম জন্মদিন উদযাপিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামের বাউল বাড়িতে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনটি উদযাপন করেন স্থানীয় সংগঠন হিমু পাঠক আড্ডা ও শিশু ছায়ার সদস্যরা।
কেক কাটা শেষে তারা কার্লি গ্রামের বাউল বাড়িতে প্রয়াত শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে এখানে বারী সিদ্দিকির জীবন দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। হিমু পাঠক আড্ডার সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনার আলোচক ছিলেন দৈনিক আমাদের নেত্রকোনার সম্পাদক মাহফুর রহমান, বারী সিদ্দীকীর পরিবারের সদস্য অধ্যাপক ওমর ফারুক, উদীচীর শিল্পী দুলাল বিশ্বাস, হিমু পাঠক আড্ডার সদস্য সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, ইঞ্জিনিয়ার খন্দকার রানা, শিশু ছায়ার সভাপতি সোহাগ আহমেদ সাইফ প্রমুখ।
বক্তারা বলেন, বারী সিদ্দিকীর মতো একজন গুনী শিল্পীর জন্মদিন ও মৃত্যু বার্ষিকী প্রশাসনের উদ্যোগে পালন করা উচিৎ।