নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ফাইজার আক্তার ইমু (৪) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষভেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমু ওই গ্রামের ইউনূছ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে শিশুটির মা তাদের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে ধান সিদ্ধ করছিলেন। শিশুটি তখন তাদের বাড়ি থেকে রাস্তা পাড় হয়ে মায়ের কাছে আসতে চেয়েছিল। এসময় হঠাৎ পেছন থেকে জারিয়াগামী ঢাকা মেট্রো ট-২০-৩০৬১ ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার চাইলে থানায় মামলা নেয়া হবে।