Logo
নোটিশ ::
Wellcome to our website...

পিআইবির প্রশিক্ষণ বর্জন করলেন সাংবাদিকরা

রিপোর্টারের নাম / ১৭০ বার
আপডেট সময় :: বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ১:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্ট : সুনামগঞ্জে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষণ কর্মশালা বর্জন করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ মূলধারার গণমাধ্যমকর্মীরা। সুনামগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের অভিযোগ, মূলধারার গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ না করেই সুনামগঞ্জে প্রশিক্ষণের আয়োজন করায় প্রশিক্ষণ বর্জন করেছেন তারা ।

বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী পিআইবি’র শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের জন্য সিআরসি, সিডো ও মীনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জ সার্কিট হাউসে এই প্রশিক্ষণ কর্মশালায় মূলধারার বেশিরভাগ গণমাধ্যমকর্মীকে অবহিত না করে প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি। এজন্য জেলার মূলধারার সাংবাদিকদের এই দুটি সংগঠন প্রশিক্ষণ কর্মশালা বর্জন করে।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪’এর সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন বললেন, পিআইবির কর্মকর্তারা সুনামগঞ্জ পৌছে প্রশিক্ষণের আগের রাতে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্যে ফোন দেন। আমি খোঁজ নিয়ে দেখলাম সেখানে মূলধারার কোনো গণমাধ্যমকর্মী নেই। এ কারণে এই প্রশিক্ষণ কর্মশালা বর্জন করেছি।

সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস বললেন, পিআইবি কর্তৃপক্ষ শহরের মূলধারার সাংবাদিকদের প্রশিক্ষণের অংশ গ্রহনের সুযোগ না দিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছেন। এটা খুবই দুঃখজনক। পিআইবির মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এরকম আচরণ আমাদের হতাশ করেছে যা কোন ভাবেই কাম্য নয়।

এ নিয়ে যুগান্তরের স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সদস্য হাবিব সরোয়ার আজাদ বলেন, পিআইবি সুনামগঞ্জের সাংবাদিকদের নিয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সেখানে মূলধারার কোনো সংবাদকর্মীকে বলা হয়নি। একদিন আগে কয়েক জনকে বলেছে প্রশিক্ষণের ব্যাপারে। এজন্য আমরা প্রশিক্ষণ বর্জন করেছি। পিআইবি’র মতো একটি প্রতিষ্ঠানের এরকম অপেশাদার আচরণ খুবই দুঃখজনক।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম বলেন, পিআইবি জেলা পর্যায়ে সাংবাদিকদের মানোনয়নে কাজ করে। এজন্য বিভিন্ন সময় তারা মূলধারার গণমাধ্যম কর্মীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ঢাকা থেকে যোগাযোগ করে তালিকা করার প্রয়োজন ছিলো। তারা সেটি করেন নি। জেলা শহরের একদুজন ব্যক্তির পরামর্শে এই প্রশিক্ষণের আয়োজন হয়েছে। এজন্য আমরা বর্জন করেছি।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে বলেন, পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়ার জন্য এসেছেন। মূলধারার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ না করেই এই আয়োজন হয়েছে। কারা কার সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা জানি না। এজন্য জেলা শহরে কর্মরত মূলধারার সাংবাদিকরা অংশগ্রহণ করেন নি।

যে সকল গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেনি – প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইত্তেফাক, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন, ভোরের কাগজ, কালেরকণ্ঠ, একাত্তর টিভি, চ্যানেল আই, জাগো নিউজ, এনটিভি, চ্যানেল টুয়েন্টিফোর, এটিএনবাংলা, এটিএন নিউজ, ঢাকা পোস্ট, মোহনা টিভি, দেশরূপান্তর, সারাবাংলা, দৈনিক আমাদের সময়, ঢাকা ওয়েব, দৈনিক সুনামগঞ্জের খবর, সিলেট মিরর, মানবজমিনের জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও নিজস্ব প্রতিবেদকগণ।

সুনামগঞ্জে আসা পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক কায়সার’এর কাছে এই বিষয়ে জানার জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ করে, পরিচয় দেবার পর কোন সদুওর না দিয়ে ফোন সংযোগ কেটে দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com