নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় চীন ও ইতালি ফেরত ৪জনের পর এবার জর্দান, মালয়েশিয়া, ওমান , বাহরাইন ও সিঙ্গাপুর ফেরত আরো পাঁচ জনকে তাদের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে এমন সন্দেহে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডাঃ মো. তাজুল ইসলাম জানান, বুধবার সকালে সিঙ্গাপুর ফেরত একজনকে পূর্বধলায় এবং মঙ্গলবার রাতে বাকি চারজনের মধ্যে পূর্বধলায় ২জন, মদনে ২জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছেন। হোম কোয়ারেনটাইনে থাকা সবাই ভাল আছেন বলে জানান সিভিল সার্জন।
এর আগে কলমাকান্দায় চীন ফেরত ১ জন, দুর্গাপুরে ইতালি ফেরত ১জন, সদর উপজেলায় ইতালি ফেরত ২ জন হোম কোয়ারেনটাইনে রয়েছেন।
সিভিল সার্জন আরো জানান, জেলা সদরের আধুুনিক হাসপাতালসহ বাকি ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি মূলক মোট ৫০টি শয্যা আইসোলেশন করা হয়েছে চিকিৎসা দেয়ার জন্যে।