রোকসানা রুমি নেত্রকোনা থেকে : নেত্রকোনায় ‘‘মাস্ক পড়ি – সেবা দেই’’ এই প্রতিপাদ্যে হরিজন পাড়ার কিশোরী সংগঠনের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় ১০০ জনের হাতে মাস্ক বিতরণ করা হয়। সোমবার দুপুরে পৌরশহরের চকপাড়ার হরিজনপল্লীতে এ মাক্স বিতরণ করা হয়।
এ উপলক্ষে হরিজন পাড়ার কিশোরী সংগঠনের সদস্য চাঁদনি ও প্রিয়া সহ অন্যান্যা শিক্ষার্থীগন মিলে তিনবছর আগে গড়ে তুলেছে কিশোরী সংগঠন। হরিজন পাড়ার শিশুদের শিক্ষার মান উন্নয়ন, সৃজনশীল কাজের সাথে যুক্ত করা , পড়াশুনায় সহযোগিতা করা, আয়বৃদ্ধিমুলক কাজের সাথে নারী ও প্রবীণদেরকে যুক্ত করা সহ সরকারী ও বেসরকারী সেবার সাথে তাদের যুক্ত করার জন্য কাজ করে যাচেছ কিশোরী সংগঠন।
ইতোপুর্বে বাল্যবিবাহ থেকে পাড়ার দুইজন কিশোরীকে রক্ষা করেছে এই সংগঠন, দুইজন নারীকে কবুতর কিনে দিয়েছে, তিনজন শিক্ষার্থীকে পড়ার জন্য বই ও শিক্ষা উপকরণ সহযোগিতা করেছে। তাদের উদ্দেশ্য দলিত শ্রেণীর মানুষকে মুল্যায়নের স্থানে নিয়ে আসা। শহরের দলিত শ্রেণীর মানুষকে সরকারী সেবার সাথে যুক্ত করা জরুরি। সকল পেশাবৈচিত্র্যর মানুষের পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে ন্যায়ভিত্তিক, গ্রহণযোগ্য ও বহুত্ববাদী সমাজব্যবস্থার আওতায় হরিজনদের নিয়ে আসার জন্য সকলকে সহযোগিতা করতে সংগঠনের সদস্যগন সমাজের সকল ব্যক্তিদের আহবান জানান তারা।