নেত্রকোনা প্রতিনিধি : রোববার দুপুরে নেত্রকোনা শহরের পারলা বাসষ্ট্যান্ডে নেত্র পরিবহনের চাপায় জিয়াউর রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জিয়াউর গাজীপুর জেলার টঙ্গী পূর্বথানা বণমালা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি বাসের হেল্পার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নেত্র পরিবহনের একজন চালক ও দুজন হেল্পার মিলে নেত্রকোনা শহরের পারলা বাসষ্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একই পরিবহনের অপর একটি বাস ভূল ড্রাইভিংয়ের কারণে জিয়াউর রহমানকে চাপা দেয়। পরে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।