দিগন্ত ডেক্স : নেত্রকোনার কেন্দুয়ায় প্রিতম সাহা (১৭) নামের এক কলেজছাত্র নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বুধবার সকালে পৌর শহরের বাজারসংলগ্ন মহল্লায় আশীষ সাহার বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া পৌরসভার বাসিন্দা আশীষ সাহার একমাত্র ছেলে প্রিতম সাহা তাদের নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরে বাবা এসে দেখতে পান ছেলে নিথর অবস্থায় পড়ে রয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্র মারা যাওয়ার কথা শুনেছি।