ওহিদুর রহমান, নেত্রকোনা থেকে : হাওর বাওরের দেশ নেত্রকোনায় ‘‘আমরা সমাধানের অংশ’’ এই প্রতিপাদ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা বারসিক‘র উদ্দ্যেগে অনলাইন আলোচনার মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস।
এ উপলক্ষে আলোচনায় ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান ফকির, বাচিক শিল্পী সজল কোরায়শী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, অধ্যক্ষ গোলাম মোস্তফা, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক জনাব নাজমুল কবীর সরকার, বারসিক এর পরিচালক সৈয়দ আলী বিশ^াস সহ নেত্রকোনা অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, যুব সংগঠনের প্রতিনিধি, কৃষক, জেলে অংশগ্রহণ করেন।
আলোচনায় নেত্রকোনা অঞ্চলের নদী, নালা, খাল-বিল, জলাভ’মি, পাখি, ও মাছ রক্ষার উদ্যোগ গ্রহণ করার জন্য সামাজিক ও সরকারী ভাবে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উঠে আসে। দিন দিন প্রাণের বৈচিত্র্য কমে আসছে, মানুষ প্রকৃতি থেকে দুরে সরে যাচ্ছে। উন্নয়নে নামে প্রকৃতির ক্ষতি করে কাজ করা হচ্ছে। আমাদের উন্নয়ন হবে, তবে প্রাণিৈবচত্র্যর ক্ষতি হয় এমন উন্নয়ন নয়। সকল প্রাণকে সাথে নিয়েই আমাদের বেঁচে থাকার অঙ্গীকারে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।