দিগন্ত ডেক্স : নেত্রকোনায় ছাগলকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল সাইফুল নেত্রকোনা কোর্ট পুলিশে নিযুক্ত নেত্রকোনা পুলিশের একজন সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কনস্টেবল সাইফুল মোটরসাইকেলযোগে নেত্রকোনার দিকে আসছিলেন। দুপুর ২টার দিকে মহাসড়কের বাগড়া নামক স্থানে ছাগলকে বাঁচাতে প্রাণীটির সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা চালায় সাইফুল।
এ সময় বিপরীত দিকে থেকে আসা নীল রঙের পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে পিকআপভ্যান ও মোটরসাইকেলটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সাইফুল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন এবং এ দুর্ঘটনায় ছাগলটিও মারা গিয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া প্রক্রিয়াধীন বলে জানান তিনি। সূত্র-দেশ রুপান্তর