নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ট্রাক চাপায় শিরিন আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিরিন ওই শহরের কুড়পাড় এলাকার আইনজীবি এডভোকেট সিদ্দিকুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, শিরিন তার বাসা থেকে ব্যাটারি চালিত অটো রিকশায় শহরের বড় বাজার যাচ্ছিলেন। এ সময় মোক্তারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় শিরিন রিকশা থেকে রাস্তায় পরে যায়। তখন ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই নিহত হন শিরিন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ট্রাক চালক পালিয়েছে ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এদিকে, শিরিনের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুর্ঘটনা জনিত মামলা হবে বলেও জানান ওসি।