নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌর শহরের বাহির চাপড়া গ্রামে পপি আক্তার (২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) ভোরে এ মৃত্যু হবার পর সকালে তার স্বামী উজ্জল মিয়াকে (২৮) আটক করে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার এস আই আব্দুস সালাম জানান, স্থানীয়দের কাছ থেকে জেনে রোববার সকালে পপি আক্তারের পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয় তার স্বামীর বাড়ির বসত ঘরের ভেতরে দরজার পাশ থেকে। পেটের ব্যাথায় তার মৃত্যু হয়েছে বলে পপির স্বামী উজ্জল মিয়া তা জানালেও পুলিশের কিছুটা সন্দেহ হওয়ায় উজ্জলকে আটক করে থানায় রাখা হয়েছে আরো জিজ্ঞাসাবাদো জন্য।
এস আই আব্দুস সালাম জানান, মরদেহকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ এ ব্যাপারে আপাতত থানায় একটি জিডি করা হয়েছে।