নেত্রকোনা প্রতিনিধি : সড়কে পড়ে থাকা প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশ।
রোববার সকালে বারহাট্রার নোয়াগাঁও এলাকার সড়ক থেকে মাথার খুলি বিহীন অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি উদ্ধারের বিষয়ে আপাতত থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেন পেয়ে পরবতর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।