দিগন্ত ডেক্স : বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অভিযানে ৫০,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় গরু ও সিএনজি এবং ১ বোতল ভারতীয় মদসহ ৪জনকে আটক করা হয়। মঙ্গলবার ও বুধবার (২১ ও ২২ সেপ্টেম্বর) পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপির নায়েক মোঃ আরিফুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭২ এমপি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতশহীদের মাজার নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল পরিচালনা কালে (১) বচ্চন চৌহান (৩০), পিতা- মৃত শুক্র চৌহান, গ্রাম-পূর্বধলা (২) গৌতম বনিক (১৮), পিতা- তপন বনিক, গ্রাম-তারাকান্দা (৩) মো. জনি (২৫), পিতা- মো. হাসান আলী, গ্রাম-সালদিঘা এবং (৪) মোঃ শাহিন (৩০), পিতা-মো. আফসার, গ্রাম-তারাকান্দা উভয়ের ঠিকানা ডাকঘর-পূর্বধলা, উপজেলা-পূর্বধলা ও জেলা-নেত্রকোনাকে মদ্যপান অবস্থায় ০১ টি সিএনজি এবং ০১ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।
আটককৃত সিএনজি, মাদক ও আসামীদেরকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে। জব্দকৃত গরু নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।