সিলেট ব্যুরো প্রধান : ‘নতুন নতুন জামা কাপড় পাল্টে ফটোসেশন নয়, প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পাল্টে বা বদল করে সামাজিক যোগাযোগ্য মাধ্যম ফেসবুকে নেটিজেন কিংবা গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণে শুধু মাত্র ছবির এ মানুষটি ফটোসেশন করতে নব নব ডং করার জন্য হাওরে কৃষকের ধান কাটছেন না। গত ১ লা বৈশাখ হতে আজ অবধি ওই মানুষটি কোন দিন ৩০ থেকে ৫০ জনকে সাথে নিয়ে এলাকার কৃষকের জমির বোরো ধান কেটে যাচ্ছেন স্বেচ্ছাশ্রমে। পেশায় একজন কয়লা চুনাপাথর ব্যবসায়ী হলেও তিনি পাহাড় কোলে জন্ম নেয়া এক কৃষকেরই সন্তান।
এ লোকটির পরিশ্রম দেখার পর আমার মনে হল মানুষটি কৃষক প্রেমিক-আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন খাঁটি সৈনিক। কোভিড-১৯ এ লোক দেখানোর জন্য এ মানুষটি ফাউ কাউকে ধরে নিয়ে এসে ১০/১২ টি মাস্ক বিতরণ করে বলেননি, আমি কয়েক হাজার মানুষকে বিনামুল্যে মাস্ক, সাবান দিছি, ফটোকপি করে কয়েকজনকে সচেনতামুলক ২০/২৫টাকার লিফলেট বিলি করেই বলেননি, আমি গোটা সুনামগঞ্জবাসীকে সচেতন করে ফেলেছি। যেটি জানা গেছে, তিনি নিজের ব্যাক্তিগত অর্থায়নে হাওর সীমান্ত তীরবর্তী ৩০০’শতাধিক লোকজনকে বিনামুল্যে মাস্ক, সাবান ও শতাধিক লোকজনকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন নিরবে নিরবে। প্রচার বিমুখ ছবির এ মানুষটির প্রতি রইলো আমার নিরন্তর ভালবাসা। এ মানুষটির পরিচয়, তিনি শেখ মোস্তফা। আমাদের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগ আহবায়ক।।