দিগন্ত নিউজ ডেক্স: নাটোর বড়াইগ্রামে মায়ের বকুনি খেয়ে কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম রত্না আক্তার (১৯)। সে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের আবু সাঈদ মোল্লার মেয়ে। রত্না নাটোর এনএস সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।