দিগন্ত ডেক্স : বগুড়ায় একটি নকল সোনার মূর্তিসহ মোনছুর ফকির (৩২) মিজানুর ফকিরচি (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব ১২। গ্রেফতারকৃতরা হলেন দুঁপচায়া গ্রামের ঝাঝিড়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে মোনছুর ফকির ও রেজাউল ফকিরের ছেলে মিজানুর ফকির। আজ শুক্রবার (১১ জুন) দুপুরে র্যাব ১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে ৫ টার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামের চৌধুরীপুকুর গুচ্ছ গ্রাম এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় আরোও জানান, গ্রেফতার দুই যুবক পেশাদার ভাবে কাজটির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করে থানা হেফাজতে পাঠানো হয়েছে৷