দিগন্ত ডেক্স : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বার হওয়ার পর থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ধর্ষণ মামলায় ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত করেছেন ওই উপজেলার আব্দুর রাশিদের ছেলে আব্দুস সামাদ (২২) কে। বুধবার (২ জুন) ভুক্তভোগীর বাবা আব্দুস সামাদকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার পর আসামি ধরতে অভিযান চলছে। ভুক্তভোগীর ফরেনসিক পরীক্ষা হয়েছে। আল্টাসনোগ্রাফি রিপোর্টে সে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (৩ জুন) জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার নথির বরাত দিয়ে ওসি আরও বলেন, আব্দুস ছামাদ ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে একাধিবার ধর্ষণ করে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি বিয়ে চাপ দেয়। এতে আব্দুস সামাদ তালবাহানা শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে মামলা করেন ভুক্তভোগীর বাবা।