দিগন্ত বাংলা ডেক্স : কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত এক যুবতীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ধানক্ষেতে যুবতী মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ধর্ষণ শেষে হত্যার পর মরদেহটি আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশে ধানক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।