দিগন্ত ডেক্স : সুনামগঞ্জের ধর্মপাশায় বেসরকারী উন্নয়ন ডিএসকে‘র হ্যালো আই এম প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে লালকার্ড প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের অংশগ্রহনে লাল কার্ড প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এসএমসির সভাপতি, সরকারী কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যদের উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শন করা হয়। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামছুল হক, ইউপি সদস্য তরিকুল ইসলাম, মানবাধিকার কর্মী নাদিয়া সুলতানা, ডিএসকে এর (হ্যালোআইএম) প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা, প্রকল্প সহকারী উর্মী আক্তার, অনুকুল দাস প্রমুখ।
বক্তারা বরেন, মেয়েদের বেড়ে ওঠার প্রথম বাঁধাই হচ্ছে বাল্যবিবাহ, এ থেকে পরিত্রানের জন্য সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নারীদের উন্নয়নের কথা যতই বলি না কেন, সামজ থেকে বাল্য বিবাহের রোগ দুর না হওয়া পর্যন্ত তা সম্ভব নয়। বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।