দিগন্ত ডেক্স : রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে দোকানের ভেতর থেকে মো. আজম (২৬) এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের মন্দাকিনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আজম একই এলাকারনজব মোহাম্মদ চৌধুরী বাড়ির বীর মুক্তিযোদ্ধা সামশুল আলমের পুত্র। পেশায় তিনি মুদি ব্যবসায়ী ছিলেন। ওই দোকানেই প্রতিদিন তিনি ঘুমাতেন।
স্থানীয়রা জানান, সকালে এসে নিহত আজমের ভাই তাকে ডাকাডাকি করতেন থাকেন। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দোকানের মধ্যে প্রবেশ করে গলাকাটা অবস্থায় ভাইয়ের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দোকান বাহির থেকে বন্ধ ছিল। দোকানের টিনের চাল কেটে লাশটি উদ্ধার করা হয়। দোকানের দরজা-জানলা সব ঠিক আছে। এছাড়া দোকানের জিনিসপত্র ও ক্যাশ বক্স-ও ঠিকই আছে। টাকা-পয়সা লুট হয়নি।’
‘তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’— যোগ করেন ওসি।