দিগন্ত ডেক্স : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভা ইরাসে আক্রান্ত হয়ে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২১ হাজার ৩৯৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৭৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯৬ হাজার ০৯৩ জন। ২৪ ঘন্টায় ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় পরীক্ষার অনুপাতে শনাক্ত ২৮.৫৪ শতাংশ। মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে, বিশ্বে প্রতিদিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় ২০ কোটি মানুষ। এছাড়া মৃত্যু হয়েছে সাড়ে ৪২ লাখের কাছাকাছি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জনের। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯৫ লাখের বেশি মানুষের। একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৯ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের।