দিগন্ত ডেক্স : করোনায় দেশে আরও ১৬৩ জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত ১১ হাজার ৫২৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩৯২ জনে। মোট শনাক্ত ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। এ নিয়ে দেশে টানা ১০ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে সোমবার করোনায় প্রাণ হারান ১৬৪ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ১৬৪ জন মারা যান। গত সপ্তাহ ধরে প্রতিদিন একশোর বেশি লোক করোনায় মারা গেছেন। দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।