দিগন্ত ডেক্স : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৬ হাজার ০১৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। ২৪ ঘন্টায় ২৭ হাজার ৯২১টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.১৪ শতাংশ। রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে, বিশ্বজুড়ে চলা প্রাণঘাতী মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে ৮ হাজার ৬৬৫ জন মানুষ মারা গেছে। আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৯০০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের।