দিগন্ত ডেক্স : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ০২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৯৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন। ২৪ ঘন্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৭.১৮ শতাংশ। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও পৌনে ১১ হাজার মানুষ মারা গেছেন। এর আগের দিন মারা গেছেন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটি নতুন করে সংক্রমিত হয়েছে সোয়া সাত লাখের বেশি মানুষের দেহে। এর আগের দিনে আক্রান্ত হয়েছিল ৬ লাখ ৮৮ হাজার। নতুন আক্রান্তদের নিয়ে এই সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৭ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ১৬ হাজার।