Logo
নোটিশ ::
Wellcome to our website...

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

রিপোর্টারের নাম / ৯৭ বার
আপডেট সময় :: সোমবার, ৯ আগস্ট, ২০২১, ১:১৫ অপরাহ্ন

দিগন্ত ডেক্স : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভা ইরাসে আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২২ হাজার ৮৯৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৪৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন। ২৪ ঘন্টায় ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪.২৮ শতাংশ। সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৪৫ জনের এবং একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১৮৭ জন। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৭ হাজার ৩১০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৮ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৮১ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে সোমবার (৯ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com