দিগন্ত ডেক্স : দেশে করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে করোনা ও করোনার উপসর্গে উচ্চঝুঁকিতে রয়েছে দেশের বিভিন্ন জেলা। আজ ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৮৫ জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৮৯ জন। মোট শনাক্ত ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন। একদিনে পরীক্ষায় শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। আজ শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে বিশ্বে আজ করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ধরণ ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ।