দিগন্ত ডেক্স : মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৪২জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৯৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ৬৬হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৬১৮জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ১৯হাজার ১৪১জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮৭টি নমুনা সংগ্রহ এবং ১৮হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৮ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।