দিগন্ত ডেক্স : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যা মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
থামছেনা মৃত্যুর মিছিল, আরও ১৩ হাজার প্রাণ কেড়ে নিল করোনা: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ কোটি ৮০ লাখ ১৪ হাজার ৯১২ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৭১ হাজার ৮৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ৬৮০ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৪৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৪৮৬ জন।