দিগন্ত ডেক্স : দেশে কোনভাবেই কমছেনা মৃত্যের সংখ্যা। গতকালের পর আজও প্রায় একই সংখ্যাক রোগীর মৃত্যু হয়েছে এই মহামারিতে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ৩৬ জন। আক্রান্ত হয়েছে ১ হাজার ৪শ ৫৭ জন। মোট মৃত্যু ১২ হাজার ২শ ৮৪। এছাড়া এপর্যন্ত মোট শনাক্ত ৭ লক্ষ ৮৫ হাজার ১৯৪ জন। বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বে করোনা: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৩১ হাজার ৫১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ৩০১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৬৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৫০২ জন।