দিগন্ত ডেক্স : দেশে করোনায় মৃত্যের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ৬১ জন। এই সময় আক্রান্ত হয়েছে ১৯১৪ জন। । মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনে। মোট প্রাণহানি ১১ হাজার ৭০৫ জন। নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৮.৭১। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছ ২১৯৮৪ টি। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪১ লাখের বেশি: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ২৪৪ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৮৫৮ জন। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ৮৪৩ জন।