দিগন্ত নিউজ ডেক্স : দেশে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। শুক্রবার করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, বর্তমানে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের শরীরে, এদের মধ্যে মারা গেছেন ছয়জন। বর্তমানে করোনায় আক্রান্ত ২৯ জনের মধ্যে সাতজন বাড়িতে এবং ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে ৫১৩ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে আইইডিসিআরের সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া করোনা পরীক্ষার জন্য ঢাকায় নয়টি এবং ঢাকার বাইরে পাঁচটি ল্যাব প্রস্তুত রয়েছে বলে ব্রিফিংয়ে বলা হয়।