দিগন্ত ডেক্স : দেশে আজ ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২৩০ জনের প্রাণহানি হয়েছে। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৪১৯ জন। মোট শনাক্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন। একদিনে পরীক্ষায় শনাক্তের হার ৩১.৬৭ শতাংশ। আজ রবিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে আজ বিশ্বজুড়ে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪ লাখ ৮৭ হাজার ৮০৬ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৩৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২০০-র বেশি মানুষ। ফলে এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার ৮১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৩ জন।