দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ওপার থেকে আনা বিপুল পরিমান ভারতীয় মালামাল পাচার কালে জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। সোমবার (০৯ আগস্ট) রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপির সীমান্ত থেকে এ সকল মালামাল জব্দ করা হয়।
এ নিয়ে মঙ্গলবার ওই বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, ওই এলাকার কয়লাপোর্ট নামক স্থানের একটি পরিত্যাক্ত ঘরে ভারতীয় মালামাল জমা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১০ সদস্যের একটি টহল দল ঘটনাস্থলে হানা দিলে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। আটককৃত মালামালের মধ্যে ১৪৪৫ পিস ক্লিনিক প্লাস শ্যাম্পু (৩৫০ এমএল), ৮১৭ পিস (৬৫০এমএল), ৮০ পিস স্ট্রেসমি প্লাস শ্যাম্পু, ১৯৭ পিস সানসিল্ক শ্যাম্পু (৬৫০এমএল), ৮৬৪ পিস নবরত্ন তেল (৩০০ এমএল), ১০১৮ পিস (২০০ এমএল), ৬৯১ পিস (১০০ এমএল), ৩৯৬০ পিস ডার্ক ফ্যান্টাসি বিস্কুট (৭৫ গ্রাম), ২৩১৫ পিস (২৫ গ্রাম), ৩৮৩৬ পিস হরলিক্স (৫০০ গ্রাম), ১০৮৪৫ পিস কিটকাট চকলেট (৩৭ গ্রাম), ৩১৫০ পিস (২৭ গ্রাম)। যার সর্বমোট সিজার মূল্য ৫৫ লক্ষ ২৯ হাজার ৫৫৪ টাকা। এ ব্যপারে কাউকে আটক করা হয়নি। চোরা-কারবারী অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।