দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ৬ই ডিসেম্বর নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে। নানা কর্মসুচীর মধ্য দিয়ে রোববার এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম। উদ্ধোধন পরবর্তি আলোচনা সভায় সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, দুর্গাপুর থানা অফিচার ইনচার্জ শাহনুর এ আলম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। এ সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধাহন, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনগন উপস্থিত ছিলেন।
এছাড়া দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লা‘র সঞ্চালনায় প্রেসক্লাবের আহ্বায়ক সাহাদাত হোসেন কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারন সম্পাদক তোবারক হোসেন খোকন, সুসঙ্গ বার্তার সম্পাদক সাংবাদিক জামাল তালুকদার, সাংবাদিক আ ফ ম সফিউল্লাহ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ প্রমুখ।
অন্যদিকে পথ পাঠাগার‘র আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে দি চাইল্ড লানিং হোমস বিদ্যালয় মিলনায়তনে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া।