দুর্গাপুর(প্রতিনিধি)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রেসক্লাব মিলনায়তনে দুর্গাপুর প্রেসক্লাবের পরিচালনা কমিটি ৯ম পর্ষদের মেয়াদ উত্তীর্ন হওয়ায় ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ কমিটি ঘোষনা করা হয়।
এ উপলক্ষে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল কে আহবায়ক, সাংবাদিক নাজমুল হুদা সারোয়ার ও সাংবাদিক মাসুম বিল্লাহ কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনারের দায়িত্বে থেকে নির্বাচন সম্পন্ন করবেন।
প্রেসক্লাবের আহবায়ক সাহাদাত হোসেন কাজল বলেন, আমি আমার সাধ্যমত নির্ধারিত সময়ের মধ্যে আমার সহকারীদের নিয়ে সকলের সহায়তায় দুর্গাপুর প্রেসক্লাবের ১০ম পর্ষদের সাধারণ নির্বাচন সম্পন্ন করবো।