দিগন্ত ডেক্স : ‘‘নিজে মাক্স পরি – অন্যকে সুস্থ্য রাখি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উদ্যেগে করোনাভাইরাস সংক্রমণ রোধে পৌর শহরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো সাধারণ পথচারীদের মাঝে মাক্স বিতরন কার্যক্রম চলছে। মঙ্গলবার দুপুরে পৌর মেয়র মো. আলা উদ্দিন এর নিদের্শনায় উপজেলা নির্বাহী অফিসারের পরামর্মে এ মাক্স বিতরন কার্যক্রম চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পৌর প্রকোশলী নওশাদ আলম, দুর্গাপুর থানার পুলিশ সদস্য সহ অন্যান্য ওর্য়াডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী গন উপস্থিত ছিলেন।
পৌর প্রকৌশলী নওশাদ আলম বলেন, দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে অত্র এলাকার সাধারণ মানুষের মাঝে করোনা আক্রান্ত বিষয়ে সচেতন বৃদ্ধির লক্ষে দ্বিতীয় দিনের মতো মাক্স বিতরণের উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে। পৌরসভার পাশাপাশি এ কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া সরকারি ভাবে টিকা কার্যক্রম চলছে, টিকা নেয়ার জন্য সকল কে অনূরোধ জানান।