দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নিরাপদ সড়ক সহ ৮ দফা দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১২টায় সুসং সরকারি মহাবিদ্যালয় এর সামনে ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে সুসং সরকারি মহাবিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং দুর্গাপুর পৌরশহরের সর্বস্তরের জনগন অংশ নেয়। বেপরোয়া গতির বালুর ট্রাক ও নাম্বার বিহীন অবৈধ লড়ি গাড়ী চলাচলের কারনে সড়কে যে পরিমাণে দুর্ঘটনা ঘটছে, উপস্থিত শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগেও ওই এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গায়ে কাঁদা মেখে মিছিল ও মানববন্ধন করেছে। কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় শুরু হয় অরিবহনের অত্যাচার।
সড়কগুলোতে ভেজা বালু পরিবহন বন্ধ, দিনের বেলা সকল ভারী যানবাহন চলাচল বন্ধ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার স্থাপন, হাইড্রোলিক হর্ন বন্ধ সহ ৮টি দাবি তুলে ধরা হয়।