দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এ উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজন এবং এ সম্মাননা প্রদান করা হয়।
এই উপলক্ষে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ইউএনও ফারজানা খানম এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারভীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, উপজেলা তথ্য আপা, ইউপি চেয়ারম্যান মো. শাহীনুর আলম প্রমুখ। আলোচনা শেষে অর্থনৈতিক ভাবে সালবম্বী কনিকা রানী সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে লায়লা শিরিন স্বর্না, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু মিনারা বেগম, সমাজ উন্নয়নে অবদান রহিমা খাতুন, সফল জননী উষা মান্দা কে সম্মাননা দেয়া হয়।
‘‘এ পৃথিবীর যা কিছু মহান চির কল্যাণকর – অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর” অমর কবিতার এই বানী নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, বর্তমান সরকার নারীদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষে নানা ভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের এই কাজকে সামনে এগিয়ে নিতে সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার আহবান জানান।