দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে নেত্রকোনা জেলা লকডাউন করার ফলে নি¤œ আয়ের মানুষ পুরোপুরি কর্মহীন হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে দুর্গাপুর উপজেলার আদিবাসী গ্রাম গুলোতে দেখাদেয় মারাত্মক খাদ্য সমস্যা। ওই এলাকার ৪০টি আদিবাসী পরিবারে খাদ্য সহায়তা করতে এগিয়ে এলো স্থানীয় সংগঠন কালী প্রসাদ ঠাকুর ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়নের বিভিন্ন আদিবাসী গ্রামে এ সহায়তা প্রদান করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা‘র সহযোগিতায় পাহাড়ে বসবাসরত ওই ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আদিবাসী অসহায় মানুষের মাঝে দু‘মুঠো খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। সরকারী নির্দেশনা মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে আদিবাসী গ্রামে প্রতি প্যাকেটে ২২ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াঁজ, ১লি: তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ১টি সাবান ও ১টি মাস্ক সমন্বয়ে ৪০টি আদিবাসী অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হয় ওই প্যাকেট। এ সময় ফাউন্ডেশনের পরিচালক পরিচালক সূর্য় গোপাল শুক্লা পুলক, বাদল গুপ্ত, টাবুল ব্রক্ষ্র সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
কালী প্রসাদ ঠাকুর ফাউন্ডেশন এর পরিচালক সূর্য় গোপাল শুক্লা পুলক বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দেশবাসী এখন আতঙ্কিত। অত্র এলাকার বাজার গুলো লকডাউন থাকায় নি¤œআয়ের মানুষ গুলো কর্মবিমুখ হয়ে পড়ে। তাই আমাদের ফাউন্ডেশন এর পক্ষ খেকে অসহায় মানুষদের জন্য এই ক্ষুদ্র সহায়তার উদ্দ্যেগ নিয়েছি।