দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩০টি পুকুরে ৪শত কেজি মাছের বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা মৎস বীজ উৎপাদন খামার চত্তরে এ পোনা বিতরণ করা হয়।
উপজেলা খামার ব্যবস্থাপক মাহফুজা সুলতানা জানান, মুজির শতবর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে ৩০টি প্রতিষ্ঠানের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪শত কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সুমন কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, বারোমারি বিজিবি ক্যাম্প উনচার্জ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।