দুর্গাপুর(প্রতিনিধি)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিওিতে ১৮০ পিস ইয়াবা সহ এক নারীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে পৌরশহরের তেরী বাজার এলাকা থেকে শারমীন ওরফে সাহারা (২৮) নামে ওই নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
পূলিশ সূত্রে জানা যায়, আটককৃত নারী শিবগঞ্জ এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা। মূলত ইয়াবা গুলো শহরে পাচারের উদ্দেশ্য দুর্গাপুরে নিয়ে আসছিলো।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ-আলম জানান, আটককৃত নারীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।