দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে ব্যবসায়ী মো. নয়ন মিয়ার গোয়াল ঘরে বস্তা সরাতে গিয়ে সাপটি দেখে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফরজানা খানম বলেন, বনবিভাগ ও উপজেলা প্রাণীসম্পদ অধিদফতরের উপস্থিতিতে সাপটিকে পুনরায় গোপালপুর এলাকার জঙ্গলে ছাড়া হয়েছে।