দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে মোদীবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহতের ঘটনায় নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হেফাজতে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় মারকাজ মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ঈদ ময়দানে মোদীবিরোধী বিক্ষোভে সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মামুনূর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ রুহুল আমীন সিরাজী, ডা. তোফাজ্জল হোসেন, মুফতি আব্দুল্লাহ, মুফতি আঃ কাদির, মুফতি আশরাফ কাশেমী, মাওঃ মুজিবুর রহমান, মাাওঃ সিরাজুল হক, মাওঃ নূরউদ্দীন, মাওঃ হাবিবুর রহমান, মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি হাবিবুর রহমান, মাওঃ আঃ জলিল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি ধর্মসম্প্রীতির দেশ, ছোট্র একটি বিষয় নিয়ে তাজা পাচটি প্রান চলে গেছে। বাংলার তৌহিদী জনতা আর চুপ থাকবে না। এর দায়ভার সরকারেই নিতে হবে। আমরা শান্তিপুর্ন ভাবে আমাদের কর্মসুচী পালন করতে চাই। এতে বাঁধা দিলে পরিনাম ভালো হবে না। আগামীকাল কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী সারাদেশের ন্যায় দুর্গাপুরেও শান্তিপুর্ন হরতাল পালন করা হবে।