দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে করেনা ইস্যুতে এলাকা লকডাউন থাকায় হতদরিদ্র গৃহবন্ধি মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ২নং দুর্গাপুর সদর ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়।
করোনা ইস্যুতে প্রায় ১মাস পুরো ইউনিয়ন লকডাউন থাকায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের মানুষ গৃহবন্ধি হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে সরকারী জিআর সহায়তা হিসেবে প্রতিজনকে ১০কেজি করে ৫শত জনের মধ্যে সরকারী ভাবে চাল বিতরনের উদ্দ্যেগ গ্রহন করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, ইউপি সদস্য-সদস্যা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি করতে সরকারী নির্দেশনা গুলো মেনে, নিরাপদ দুরত্ব বজায় রেখে সকলকে অবস্থান করা সহ স্থানীয় বিত্তশালীদের সরকারী সাহায্যের পাশাপাশি গৃহবন্ধিদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।