দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রর শুরু হয়।
এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দুর্গাপুর পৌর এলাকার ১ ও ২নং ওয়ার্ডের ৩২১৩ ভোটারের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে। এ বিতরণ কাজ আগামী ২২ ফেব্রæয়ারী পর্যন্ত পর্যায় ক্রমে চলবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরিন।
স্মার্ট কার্ড বিতরণ নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরিন যুগান্তর কে বলেন, স্মার্ট কার্ড বিতরণ বর্তমান সরকারের এটি একটি যুগান্তকারী সাফল্য। প্রথম পর্যায়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ড ও পরবর্তিতে উপজেলার ৭টি ইউনিয়নে এ কার্ড বিতরণ করা হবে।