দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধিঃ স্বামী বিবেকানন্দর ১৫৮ তম জন্ম জয়ন্তী উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে জন্ম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে শুত্রুবার বিকেলে পৌর শহরের কল্লাগড়া শ্রী রাম কৃষ্ণ আশ্রমে এই উৎসব অনুষ্ঠিত হয়।
মানব জাতীর কল্যান সাধনে স্বামী বিবেকানন্দ জাতী ধর্ম নির্বিশেষে কাজ করে গেছেন। সেবা না পাওয়া দু:স্থ্য মানুষের পাশে দাড়িঁয়ে তাদের সেবা করতে শিখিয়েছেন স্বামীজ্বী। বর্তমান যুব সমাজের মাঝে এ সকল কাজ ও গুনাবলীর কথা তুলে ধরতেই এ আয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য পরিবেশন করে । পাশাপাশি ধর্মীয় আলোচনা ও পিএসসি, জেএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সময় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি গৌতম দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলো ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ, কল্লাগড়া শ্রী রাম কৃষ্ণ আশ্রম সাধারণ সম্পাদক প্রভাত সাহা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাধারণ সম্পাদক রনি তালুকদার, সাংবাদিক জামাল তালুকদার, রিফাত আহমেদ রাসেল,রাজেশ গৌড়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সদস্য তুষার সাহা, দিবস সাহা সহ প্রমুখ।