Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ এর মতবিনিময় সভা

রিপোর্টারের নাম / ২৪৬ বার
আপডেট সময় :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৮:৫১ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বে-সরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ ও শিক্ষকদের মাঝে নানা বৈষম্য দুরীকরনের লক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে স্বাশিপ দুর্গাপুর উপজেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম সেলিম এর সঞ্চালনায়, স্বাশিপ উপজেলা শাখার আহবায়ক মুহাম্মদ আবু সাদেক এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ এম আব্দুর রফিক। অন্যদের মধ্যে স্বাশিপ ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. আফতাব উদ্দিন, ময়মনসিংহ মহানগর কমিটির সহ:সাধারণ সম্পাদক নাদিরুজ্জামান নাদির, বিধান চন্দ্র দত্ত, স্বাশিপ নেত্রকোনা জেলা শাখার আহবায়ক এ কে এম ওবায়দুল্লাহ্, সদস্য সচিব মো. হারুনুর রশিদ, সদস্য মো. আব্দুল কাইয়ুম রোকন, অধ্যক্ষ মো. আতিকুর রহমান, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, মো. হাবিবুর রহমান, বাসন্তি রানী সাহা সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকগন আলোচনা করেন।

বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে সরকারি শিক্ষকদের মতো আমরাও সব কিছুতেই কঠোর পরিশ্রম করে যাচ্ছি, তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য। এ বিষয়ে নানা দাবী নিয়ে আগামী ৬ মার্চ ঢাকায় স্বাশিপ এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারাদেশের শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ আমাদের বহু দাবী-দাওয়া রয়েছে। জাতীয় সম্মেলন সফল করার উদ্দেশ্যে আগামী মাসের মধ্যে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে স্বাশিপ এর কমিটি গঠন করা সহ নানবিধ আলোচনা করা হয়। মহাসম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে জাতীয় করণের ঘোষনা দেয়ার লক্ষ্যে মহাসম্মেলন সফল করতে শিক্ষকের ঢাকা মুখী হওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com