দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। সে লক্ষে দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো পূজা মন্ডপ। এবছর পৌরশহরে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, সুসঙ্গ আর্দশ বিদ্যানিকেতন, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয়, মৈত্রৗ তরুণ সংঘ, বিদ্যাময়ী সংঘ সহ প্রায় ৬৭টি মন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ:স্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপ গুলোতে প্রার্থনা আর সাজ স্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তবৃন্দগন। দিন ব্যাপী অঞ্জলী প্রদান, প্রসাদের বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো সংগঠন।
মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধর্ম্মালম্বী শিক্ষার্থীদের জন্য মিলাদ, পুজা ও নানা প্রার্থনার আয়োজন করলে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য জেগে ওঠে। নৈতিক অবক্ষয় রক্ষায় ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য সকলকে আহবান জানান।
উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট মানেস চন্দ্র সাহা বলেন, সরস্বতী পূজা তরুনদের পূজা নামেও বেশ পরিচিত, এ পূজা আয়োজনে অন্যান্যদের চেয়ে তরুনরাই সবচেয়ে বেশী শ্রম দিয়ে থাকে। প্রতি বছরের মত এবারো সুন্দর ভাবে পূজা উদযাপন করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।