দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি – সারাদিন আমি যেন কাঁদা নিয়া চলি’’ এমন প্রতিপাদ্যটি প্রতিনিয়ত সত্য হতে চলেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার কয়েকটি বিদ্যালয়ের। ভিজা বালু পরিবহনে স্কুলের সামনের রাস্তা পরিস্কার করেই স্কুল করতে হয় ওই শিক্ষার্থীদের।
এ নিয়ে সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, পৌরসভার সাধুপাড়া এলাকায় অবস্থিত দি চাইল্ড লার্নিং হোমস্ এর শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ প্রতিদিনের মতো সকাল বেলা কাঁদা পরিস্কার করেই বিদ্যালয়ে প্রবেশ করছে। ওই স্কুলের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, দুর্গাপুর শহরের উপর দিয়ে প্রতিনিয়ত ভিজাবালু পরিবহনের কারনে রাস্তায় কাঁদা জমে থাকায় আমরা স্কুলে প্রবেশ করার আগেই প্রতিদিন সকলে মিলে কাঁদা পরিস্কার করতে হয়।
স্কুলের শিক্ষক মো. শিমুল বলেন, ইজারাকৃত ঘাট থেকে বালু পরিবহন করুক আমরাও তা চাই। কিন্তু অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে লাইসেন্স বিহীন লড়িতে প্রতিনিয়ত পরিবহন করা হচ্ছে ভিজাবালু, যে কারনে রাস্তায় কাঁদা জমে থাকে। সাধুপাড়া এলাকায় ৪টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদরাসা ও ২টি কলেজ রয়েছে। প্রতিদিন সবচেয়ে বিপাকে পড়তে হয় প্রাথমিক শিক্ষার্থীদের। এনিয়ে স্মারকলিপি প্রদান, মানববন্ধন সহ শহরে কয়েকবার মিছিল করেছি তার পরেও কোন কাজ হয়নি।
এ নিয়ে পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম বলেন, দুর্গাপুর পৌরসভা সহ আশপাশের ইজারাকৃত এলাকা থেকে ভিজাবালু পরিবহন নিষেধ করা হয়েছে। পৌরবাসীর চলাচলের সুবিধার্থে সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তায় লড়ি চলাচল বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু গাড়ী চলাচল করছে। এ অবস্থা নিরসনে পৌর ও উপজেলা প্রশাসন থেকে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।