দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন মিলনায়তনে শুক্রবার সকালে সহকারী শিক্ষক শান্ত দে কে তাঁর কৃতিত্বের জন্য ২য় বারের মতো রৌপ্য পদকে ভুষিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস- ২০১৯ উপলক্ষে শিক্ষক শান্ত দে’র দিক নির্দেশনায় শারীরিক কসরতে নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন দ্বিতীয় স্থান পাওয়া, স্কুলের সার্বিক দিকনির্দেশনায় অগ্রনী ভূমিকা রাখায় স্কুল কর্তৃপক্ষ তার কৃতিত্বের জন্য ২য় বারের মতো রৌপ্য পদক পরিয়ে দেন প্রতিষ্টানের পরিচালক ও প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি জুলেখা খাতুন, বিশেষ অতিথি ছিলেন, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান, শামছুল আলম খান, মীরা রানী সরকার প্রমুখ।
পদক পাওয়ার প্রতিক্রিয়ায় শিক্ষক শান্ত বলেন, যে কোন কাজ করার পুর্বে যদি সঠিক পরিকল্পনা থাকে তাহলে তা অবশ্যই পুরণ হবে। আমি আমার ক্লাশে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান সহ ক্লাশের পড়া গুলো ঠিকমতো আদায় করি। প্রতিষ্ঠানের পরিচালকের সদিচ্ছা থাকলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে অনেক দুরে নেয়ার সপ্ত ইচ্ছা রয়েছে। আমি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।